অটোরিক্সা থেকে চাঁদাবাজি বন্ধ করলেন উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক :

কচুয়া উপজেলার বানিজ্যিক কেন্দ্র নামে প্রসিদ্ধ রহিমানগর বাজার । এ বাজারে বিভিন্ন ষ্ট্যন্ড থেকে প্রতিনিয়ত অটোরিক্সার ড্রাইভারদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে, আর ড্রাইভাররা ও কাউকে কিছু না বলে অনেক কষ্টের উপার্জিত টাকা থেকে চাঁদা দিচ্ছে প্রতিনিয়ত। এ অভিযোগের প্রেক্ষিতে ২৫ জুলাই (মঙ্গলবার) বিকালে কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাজান শিশির ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ তৌহিদুুল ইসলাম খোকার নেতৃত্বে রহিমানগর দক্ষিণ বাজার পনশাহী রোডে অটোরিক্সার ড্রাইভারদের সাথে আলোচনা হয়।
দীর্ঘ সময় আলোচনায় উপজেলা চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহাজান শিশির বলেন, আমার কাছে অভিযোগ রয়েছে রহিমানগর বাজারের বিভিন্ন ষ্টেন্ডে চাঁদা আদায় করা হয় । আমি কচুয়া উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনাদেরকে অনু্েরাধ করে বলব, আপনারা আজ থেকে কোন ড্রাইভার এক টাকা ও চাঁদা দিবেননা। চাঁদা চাইলে প্রয়োজনে আমাকে ফোন করে জানাবেন। আমি এবং জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা ভাই আপনাদেরকে সঙ্গে নিয়ে চাঁদা বাজি বন্ধ করব এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিব। কয়েকজন ড্রাইভার জানান, বেলাল, কাদের, ওসমান, রিয়াজ, রাব্বিসহ বেশ কয়েকজন প্রতিনিয়ত এই রুটে চলা প্রায় ১৫০টি অটোরিক্সার ড্রাইভারের কাছ থেকে ২০ টাকা চাঁদা আদায় করে। চাঁদা দিতে একটু বিলম্ভ ঘটলেই আমাদেরকে মারধর ও করে। আজ উপজেলা চেয়ারম্যান এবং জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা ভাইয়ের উদ্যেগে যে কাজটি করা হয়েছে এ জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এ সময় ইউপি সদস্য মোঃ জহির মোল্লা, ব্যবসায়ী মোঃ এনায়েত হোসেন তুহিন, ডিস ব্যবসায়ী মোঃ আলী হোসেন,ব্যবসায়ী মোঃ মনির হোসেন সহ বাজারের ব্যবসায়ী এবং অটোরিক্সার ড্রাইভার বৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: