অটো রিক্সাকে ধাক্কা দিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গেছে ‘বোগদাদ’

 

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুরে বোকদাদ বাস – আটো রিকশা সংঘর্ষে এক আটো চালক গুরুতর আহত হয়েছে। অবশেষে বাসটি আঁচড়ে পড়ে পল্লীবিদ্যুৎতের খুঁটি ভেংগে বিদ্যুতের বিভ্রাট হয়েছে ।

সোমবার বেলা ২টার দিকে চাঁদপুর পৌরসভার বাবুরহাট এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ দূঘটনা ঘটে। আহত অটো চালকের নাম,পরিচয় জানা যায়নি।

চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুর গফুর জানান, কুমিল্লাগামী যাত্রীবাহী বোগদাদ বাস ও চাঁদপুর গামী আটোরিকশার মধ্যে সংঘর্ষে আহত আটো চালককে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও বাসের ধাক্কায় রাস্তার পাশে থাকা পল্লীবিদুৎতের খুঁটির ভেঙ্গে যায়। অটো রিকশায় কোন যাত্রী ছিল না। বাসে থাকা যাত্রীদের তেমন কোন ক্ষয়ক্ষতি হয় নি। বিদ্যুতের খুঁটি মেরামতের কাজ করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মো: মুহসীন আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Loading

শেয়ার করুন: