নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ স্লোগান বাস্তবে রূপান্তরিত হয়েছে। অশুভ শক্তির কোন ধর্ম নেই। এ অশুভ শক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো। পৃথিবীর সকল ধর্মে শান্তির কথা বলা হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) সকালে হাইমচর উপজেলার ৬ টি মন্দিরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সাবাইকে ঐক্যবদ্ধ হয়ে আবারো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তিনি আরো বলেন আওয়ামী লীগ সরকার সবসময় অসহায়দের পাশে আছে। আমরা বৈষম্যহীন মানবতার সমাজ প্রতিষ্ঠিত করতে চাই। সে কারণে অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন সরকার কাজ করে যাচ্ছে এবং তাদের জীবন মান পরিবর্তন এসেছে।
কমলাপুর শ্রী শ্রী দেবীর মন্দির, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, চরভাঙ্গা রাদা মন্দির, পাড়া বগুলা মজুমদার বাড়ি মন্দির, শ্রীশ্রী গৌর নিতাই আশ্রম এর মন্দির,পূর্ণব্রক্ষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আশ্রম পূজা মন্ডপ সভাপতি ও সাধারণ সম্পাদক
এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দি পূজা কমিটির সভাপতি অনিল কৃষ্ণ মাঝির সভাপতিত্বে ও বিবেক লাল মজুমদারের যৌথ পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুরের কৃতি সন্তান সুজিত রায় নন্দী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল। এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আলী আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিন মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাফিজ পাটওয়ারী, ৫ নং হাইমচর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত সরকার, সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য আঃ মালেক আখন, আওয়ামী লীগ নেতা সোহেল হাওলাদার, দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহমেদ দেওয়ান, সাবেক সভাপতি আহম্মেদ আলী রাজা পাটওয়ারী, উত্তর আলগী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর সিকদার, সাবেক ছাত্র নেতা বাবু জমদার, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক শেখ শরিফ আহমেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টুটুল মজুমদার, রিপন জমদার, শাহীন জমদার, জুয়েল হাওলাদার সহ যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা ৬টি পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পূজা কমিটির নেতৃবৃন্দ এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী হাইমচরে বিভিন্ন পূজা মন্দিরে উপস্থিত হলে তাকে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন।