আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে লালন করতে হবে : ডা,দীপু মনি

 

স্টাফ রিপোর্টার :

৮ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুভ উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

 

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আমাদের প্রজন্ম এবং আজকের এই নতুন প্রজন্ম সকলে মিলে যে স্বাধীনতা ভোগ করি সেই স্বাধীনতাকে জাতির জনকের ডাকে সাড়া দিয়ে, জীবন বাজি রেখে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, অনেক ত্যাগ, অনেক মা বোন ইজ্জত বিলিয়ে দিয়ে, অনেক সংগ্রামের বিনিময়ে আমাদের এই স্বাধীনতাকে এনে দিয়েছিলেন। একাত্তরের নয় মাস নিরস্ত্র বাঙালিরা, যারা যুদ্ধ করতে পারে না, তারা বুকে সাহস নিয়ে, যার যা কিছু আছে তা নিয়েই, সশস্ত্র বাহিনীতে প্রতিষ্ঠিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পরে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেছিল।

 

সেই পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসরেরা এই মাসেই ১৬ই ডিসেম্বর আজকে যে জায়গার নাম সোহরাওয়ার্দী উদ্যান, তখন ছিল রেইস কোর্স ময়দান, সেই ময়দানে অপরাহ্নে আত্মসমর্পণ করেছিল। আমি নতুন প্রজন্মের কাছে বলতে চাই, এই যে আমরা স্বাধীন দেশে, স্বাধীনভাবে, নির্ভয়ে নিশ্বাস নিতে পারি। একজন স্বাধীন মানুষ হিসেবে আমরা যে চলতে পারি, নতুন স্বপ্ন দেখতে পারি, সেই শক্তি, সাহস, স্বপ্ন সবকিছু আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আর স্বাধীনতার মূল চেতনা যেন আমরা প্রতিটি মুহূর্তে ধারণ করতে পারি।

 

তিনি আরো বলেন, এই দেশটি হবে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ। এই দেশে সকল সম্প্রদায়ের মানুষ ধর্ম, বর্ণ, জাতিসত্তা, সমস্ত কিছু নির্বিশেষে সকলে সমান মানবিক মর্যাদা নিয়ে, নাগরিক সমান অধিকার নিয়ে সকলেই বসবাস করবে। এই দেশের প্রতিটি মানুষের চিন্তার স্বাধীনতা থাকবে, নিজের ধর্ম, মত ধারণ বা প্রচার করার স্বাধীনতা থাকবে। এই দেশে কেউ কারো ওপরে নিজের মত জোর করে চাপিয়ে দিবে না। আমরা গণতন্ত্র আমরা সত্যি সত্যি বিশ্বাস করব এবং কার্যকর করব।

 

উদ্বোধন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বিজয় মেলা স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে ও মুক্তিযুদ্ধ বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, পৌর মেয়র জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি জাফর ইকবাল মুন্না।

 

মঞ্চে উপস্থিত ছিলেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডাক্তার বদরুন্নাহার চৌধুরী, ফরিদগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে. আর, ওয়াদুদ টিপু, উপ দপ্তর সম্পাদক এডঃ রঞ্জিত রায় চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ।

 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সাবেক সভাপতি ও দৈনিক মেঘনা বার্তার সম্পাদক প্রকাশক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর বার্তার সম্পাদক শহীদ পাটোয়ারী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান, জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম সহ আরও অনেকে।

 

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড পতাকা ও মাসব্যাপী বিজয়মেলার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে প্রধান অতিথি সহ বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের সভাপতি শুভেচ্ছা জানান। উল্লেখ্য চাঁদপুর সরকারি হাসান আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩২ বছর আগে ১৯৯৬ সালের ৮ ডিসেম্বর এই চাঁদপুর ঐতিহাসিক বিজয় মেলার শুভ সূচনা হয়েছিল।

 

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, গীতা পাঠ করেন মনোজ আচার্জী, ত্রিপিটক থেকে পাঠ করেন পিযুষ কান্তি বড়ুয়া।

Loading

শেয়ার করুন: