কচুয়ার উজানী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক ॥

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী উজানী হাজী আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন আজ ২ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে।

নির্বানের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান জানান নির্বাচনের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।সংরক্ষিত মহিলা অভিভাবক প্রার্থী ফাতেমা আক্তার কোন প্রতিদন্ধী প্রার্থী না থাকায় বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

৪ জন পুরুষ অভিভাবক সদস্য পদে ৮জন প্রার্থী প্রতিদন্ধীতায় করবেন। উজানী হাজী আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয়ের ম্যানজিং কমিটির নির্বাচন ২ শত ৮৪ জন বৈধ অভিভাবক ভােটার তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ভােটাধিকার প্রয়োগ করেন।

অভিভাবক সদস্য পদে প্রার্থীরা হলেন, আবুল কাশেম (১) নং ব্যালট, কাজী সাফায়াত জামিল বাবলু (২) নং ব্যালট, ফয়েজ আহমেদ (৩) নং ব্যালট, মজিবুর রহমান প্রধান মেম্বার (৪) নং ব্যালট, মহিউদ্দিন নুহু (৫) নং ব্যালট, মােস্তফা কামাল (৬) নং ব্যালট, শাহজালাল মেম্বার (৭) নং ব্যালট ও মোঃ সেলিম মাস্টার (৮) নং ব্যালট নিয়ে প্রতিদন্ধিতা করবেন। এদিকে কে হচ্ছেন অভিভাবক সদস্য পদে বিজয়ী এ নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা, সাধারণ অভিভাবকদের মাঝে আনন্দ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Loading

শেয়ার করুন: