কচুয়ার মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ 

কচুয়া প্রতিনিধি ॥

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষর্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মাঠে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এ সমাবেশ করা হয়।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইছহাক খানের সভাপতিত্বে ও সিনিয়র মৌলভী মো. শাহজাহানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার গর্ভনিংবডির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. ফয়সাল চৌধুরী জীবন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাদলা ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য নূরে-ই আলম রিহাত,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান,সাবেক ইউপি চেয়ারম্যান মাঈন উদ্দিন মজুমদার মানিক,সাবেক অধ্যক্ষ মাওলানা গাজী ইউসুফ,সহকারী অধ্যাপক এম. সাইফুল মিজান,সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম,গর্ভনিংবডির সদস্য মো. মাসুদ বিল্লাহ ও ইউপি সদস্য ইকবাল হোসেন প্রমুখ। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। এসময় মাদ্রাসার শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Loading

শেয়ার করুন: