স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ৩ আসনের ডাঃ দীপু মনির নৌকা প্রতীকের অফিস উদ্বোধন করা হয়েছে। রেলের শ্রমিক লীগ কর্তৃক আয়োজিত রবিবার সন্ধ্যায় কালিবাড়ি রেল স্টেশন সংলগ্ন নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন করেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রেলওয়ে শ্রমিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান, কোষাধ্যক্ষ মোঃ আবুল কাওসার, রেল শ্রমিক লীগ নেতা মোঃ জুয়েল,মোঃ কামরুজ্জামান সোহাগ, অপু,সুজন দাস, রাজু দাস, জিল্লুর রহমান, রনি, জহির সহ রেলওয়ে শ্রমিক লীগের বহু নেতা কর্মীগণ।