কাল জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

 

মেঘনা বার্তা রিপোর্ট ॥

আগামীকাল ২৯ সেপ্টেম্বর শুক্রবার, বিকাল ৩ টায় চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২০তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ ও আন্তঃ উপজেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্ট-২০২৩ শুভ উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ।

সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নাছির উদ্দিন আহমেদ, আবু নঈম পাটওয়ারী দুলাল , ডা. জে. আর. ওয়াদুদ (টিপু) , চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও ফুটবল উপ-কমিটির সম্পাদক সাহির হোসেন পাটওয়ারী ।

Loading

শেয়ার করুন: