মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে কৃষিজমি থেকে মাটি তোলায় এক ড্রেজার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের উত্তর রাঢ়ীকান্দি এলাকায় এই অভিযান চালায় উপজেলা প্রশাসন।
এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-এমরান খান। অভিযানে মতলব উত্তর থানার পুলিশ বাহিনীর সদস্য এসআই রমিজ উদ্দিন’সহ অন্যান্য সদস্যরা সহযোগিতা করেন।
দণ্ডপ্রাপ্ত ড্রেজার মালিক হলেন উপজেলার রাঢ়ীকান্দি গ্রামের বাসিন্দা মো. কাউছার মিয়া। তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দণ্ডপ্রাপ্তকে দ্রুত ড্রেজার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান খান বলেন, কৃষি জমি রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।