স্টাফ রিপোর্টার :
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ সেপ্টেম্বর রবিবার বিকাল তিনটায় চাঁদপুর চিত্রলেখা সিনেমা হলের মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় তিনি বলেন, বাংলার জনগণ ঘর থেকে বেড়িয়ে এসেছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হইতে হবে। আমাদের দাবি ৩টা, এক হল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি। দুই হল তারেক জিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা মামলা প্রত্যাহার। তিন হল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আমাদের কেন্দ্রের নির্দেশ আসলেই সাধারণ জনগণদেরকে সাথে নিয়ে আমরা আমাদের বাকি দাবি আদায়ের নেমে পরবো।
আরও বলেন,আমরা বলে দিতে চাই, বিএনপি জনগণের কথা বলে, আর আওয়ামী লীগ জনগণের কথা বলতে পারেনা কারণ জনগণ তাদের সাথে নেই। আওয়ামী লীগ এত ভুল করেছে যে এখন তারা নিজেদেরকে বাঁচাতে চাইলেও পারছে না। আপনাদের আর সেই সুযোগ নেই। আজকে এই সেকশনের কারণে জাতি হিসেবে আমরা লজ্জিত। আমরা যখন আমেরিকার দোকানে যাই তখন জামা কাপড়ের গায়ে যখন লেখা দেখি মেইড ইন বাংলাদেশ। তখন আমাদের গর্বে বুক ভরে যায়। কারণ আমেরিকার মত দেশেও বাংলাদেশকে চিনে জানে। কিন্তু আজ আপনি মিথ্যা মামলা, গুম, খুনের কারণে আমেরিকার কাছে বাংলাদেশকে মাথা নিচু করে থাকতে হয়। আমরা মাথা নিচু করে আর থাকতে চাই না।
চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী ও সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, শরীফ মোঃ ইউনুস, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, অ্যাড. মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমউস সালাম, শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনূর রশীদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক জিতু।
এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বৈরী আবহাওয়ার মধ্যে দিয়েও দলীয় নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়।