মতলব প্রতিনিধি :
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুরে চানমিয়া পন্ডিত কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক অগ্রণী ভূমিকা পালন করছে।
কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা নিয়ে এলাকার জনগণ বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা পাবে। প্রান্তিক জনগোষ্ঠির মাঝে চিকিৎসা সেবা পৌছে দিতে শেখ হাসিনা এই কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। ছোট ছোট সমস্যায় যখন কমিউনিটি ক্লিনিক চিকিৎসা সেবা দেয় তাতে রোগীকে উপজেলা, জেলা বা বড় হাসপাতালে আর যেতে হয় না। এতে শুরুতেই রোগীরা প্রাথমিক পর্যায়ের সেবা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।
শেখ হাসিনা ক্ষমতায় আসার পর
থেকে নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে এমপি বলেন, শেখ হাসিনার লক্ষ গ্রামকে শহর করতে হবে। তাই সারা দেশে স্বাস্থ্য, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নের দ্বারা অব্যাহত রেখেছেন। শেখ হাসিনার হাতে বাংলাদেশ থাকলে উন্নত দেশে পরিনত হবে এই দেশ। এসয়ম উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানান এমপি।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ মোঃ মহিবুল্লাহ সৌরভের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এ কে এম মাহবুবুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো মুবিন সুজন, থানার অফিসার ইনচার্জ রিপন বালা, মতলব বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম মৃধা মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া তালুকদার, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন প্রধান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, ক্লিনিকের জমিদাতার ছেলে এএসএম সাজ্জাদ হোসেন রুবেল, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের মতলব দক্ষিণ শাখার সভাপতি মোঃ রাজিব সরকার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক নেছার সিকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুল হক শ্যামল পাটোয়ারী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন পশ্চিম খর্গপুর জামে মসজিদের ইমাম সৈয়দ তাজিমুল ইসলাম এবং গীতাপাঠ মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রতন চন্দ্র দাস। এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ও এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।