নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরে স্যাটেলাইট চ্যানেল ডিবিসি নিউজের ‘ইলেকশন এক্সপ্রেস’ অনুষ্ঠান চলাকালে হামলায় ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন হামলার শিকার চাঁদপুর-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মৎসজীবী লীগ নেতা রেদওয়ান খান বোরহান। রোববার (১ অক্টোবর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে রেদওয়ান খান বোরহান বলেন, ডিবিসি নিউজের ‘ইলেকশন এক্সপ্রেস’ নামের একটি লাইভ অনুষ্ঠান ছিল আমাকে নিয়ে। অনুষ্ঠানটি আমার নিজ এলাকা চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নে একটি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। আমি ওই স্কুলের একজন দাতা সদস্য। অনুষ্ঠানটির লাইভ চলাকালে লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সেলিম খানের একদল সন্ত্রাসী বাহিনী সাংবাদিক টীমের সদস্যসহ আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আমি এ ঘটনায় আমাদের অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী,প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে বিচার দিয়েছি।
তিনি আরও জানান, সন্ত্রীসরা ৪টি গাড়ি এবং অনুষ্ঠানের চেয়ার টেবিল ভাংচুর করেছে । এঘটনায় আমার প্রায় ২৫জন নেতা-কর্মী আহত হয়েছে। গুরুত্বর আহত দুজন চাঁদপুর সরকারি জেলারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শরীফ চৌধুরী, শহীদ পাটওয়ারী, গিয়াসউদ্দিন , সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির , লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক তালহা জোবায়েরসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।