নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরে ডিবিসি’র ‘ইলেকশন এক্সপ্রেস’ অনুষ্ঠান চলাকালে দুবৃত্তদের হামলায় সাংবাদিকসহ ১০জন আহত হয়েছে। গতকাল ১অক্টোবর রোববার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়নের ৮৫ নং সপ্রাবি মাঠে এই ঘটনা ঘটে। এছাড়াও অনুষ্ঠানে ৪টি গাড়ি ভাংচুর ও চেয়ার টেবিল ভাংচুর করা হয়েছে।
আহতরা হলেন,ডিবিসির ভিডিও গ্রাফার আনোয়ার পাটওয়ারীসবুজ,স্থানীয় সাংবাদিক গাজী মহসিন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মজিব পাটোয়ারী প্রমুখ।
ডিবিসি সিনিয়র রিপোর্টার হিমেল মাহবুবু জানান, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ‘ইলেকশন এক্সপ্রেস’ নামে একটি অনুষ্ঠান লাইভ চলছিল। এর আগে চাঁদপুরে আমরা আরও কয়েকটি অনুষ্ঠান করেছি। তারই ধারাবাহিকতায় আজ সকাল ১০টায় চাঁদপুর- ৩ (চাঁদপুর সদর) আসনের চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে একটি প্রাইমারি স্কুলের মাঠে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস লাইভ অনুষ্ঠান চলাকালে অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা হামলা চালায়। হামলাকারীদের সংখ্যা ছিল ৫০-৬০জন। এতে ডিবিসির কলাকুশলী,সিনিয়র ভিডিও গ্রাফার আনোয়ার পাটওয়ারী সবুজসহ ১০জন আহত হয়েছে। ঘটনায় চাঁদপুরের পুলিশ সুপার ও আমাদের অফিসকে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, আজকে এ আয়োজনে যুক্ত ছিলেন, মৎস্যজীবি লীগের কেন্দ্রীয় নেতা,চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
রেদওয়ান খান বোরান জানান, আমি চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস লাইভ অনুষ্ঠানে যুক্ত থাকাকালে সন্ত্রাসীরা আমার উপর অতর্কিত ভাবে হামলা চালায়। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা চেয়ারম্যান সেলিম খানের লোক। এরা আমাকে তাদের প্রতিপক্ষ ভাবে। এ ঘটনায় আমার ২৫জন কর্মী আহত হয়েছে। তাদের অনেকেই চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও বলেন, আমার নিজের এলাকায় এমন একটি ঘটনা এবং আমার দলের লোকদের কাছ থেকে কখনোই প্রত্যাশা ছিলো না।
চাঁদপুর মডেল থানার ওসি শেখ মুহসীন আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি।