চাঁদপুর স্টে‌ডিয়ামে আন্তঃ উপজেলা কাবা‌ডি টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক:
 চাঁদপুর স্টে‌ডিয়া‌মে আন্তঃ উপ‌জেলা (বালক অনুর্ধ্ব ২১) কাবা‌ডি টুর্না‌মেন্ট-২০২৩ অনু‌ষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) জেলা ক্রীড়া সংস্থার আ‌য়োজ‌নে ও কাবা‌ডি উপ-ক‌মি‌টির সম্পাদক আলহাজ্ব ওমর পাটওয়ারীর পৃষ্ঠ‌পোষকতায় উ‌দ্বোধনী দি‌নে চাঁদপুর সদর উপ‌জেলা দল বনাম ফ‌রিদগঞ্জ উপ‌জেলা দল ও মতলব উত্তর উপ‌জেলা দল বনাম মতলব দ‌ক্ষিণ উপ‌জেলা দ‌লের ম‌ধ্যে খেলা অনুু‌ষ্ঠিত হয়।
উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে জেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অ‌ফিসার মোঃ তা‌রিকুল ইসলাম, কচুয়া উপ‌জেলা ক্রি‌ড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা স‌ন্তোষ চন্দ্র সেন, ফ‌রিদগঞ্জ উপ‌হেলা ক্রি‌ড়া সংস্থার সাধারণ সম্পাদক উপ‌স্থিত ছি‌লেন।
জাতীয় কাবা‌ডি ফেডা‌রেশন থে‌কে আগত আন্তর্জা‌তিক মা‌নের রেফা‌রি আমজাদ হো‌সেন মজনু ও শাহ আলম প্রিন্স খেলা প‌রিচালনা ক‌রেন।

Loading

শেয়ার করুন: