তফসিলকে স্বাগত জানিয়ে চাঁদপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিল

 

নিজস্ব প্রতিবেদক ॥

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পর স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে চাঁদপুরের আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরের কদমতলাস্থ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাস ভবনের নিচ থেকে এ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন শিক্ষামন্ত্রীর বড় ভাই ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান।

জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা মাসুদা নুর খান, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, পৌর আওয়ীলীগের সভাপতি রাধা গবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা আওয়ামীলীগের সদস্য আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাড. হেলাল হোসাইনসহ নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশগ্রহন করেন।

এদিকে সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন।

Loading

শেয়ার করুন: