নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় গত ২৪ ঘণ্টায় ৪৯ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ-পুলিশের ওসি কামরুজ্জামান।
তিনি জানান, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪৯ জন জেলেকে আটক করা হয়। এ সময় ৩ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৮২০ মিটার জাল, ২১টি মাছ ধরার নৌকা, ৩৮২ কেজি ইলিশ জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে ৪টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুইজন নাবালত শিশু অপ্রাপ্ত বয়স্ক জেলে হওয়ায় তাদের মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অন্যদের বিরুদ্ধে মৎস্য আইনে ৫টি মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানা ও গরিব-অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে এবং অবৈধ কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ। আইন অমান্য করে কোনো জেলে মাছ শিকার করলে তার বিরুদ্ধে মৎস্য আইনে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।