নৌকার প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: এমপি রুহুল 

 

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তারপরে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। বর্তমানে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।

২ জুন শুক্রবার বিকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন রুহুল এমপি আরো বলেন, গত ৩১ মে ছেংগারচর পৌরসভার তফসিল ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। এই তফসিল ঘোষনায় পৌরবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। ছেংগারচর পৌরসভায় উন্নয়নের জন্য নির্বাচনের বিকল্প নেই। তাই আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে হবে। নৌকার প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই ডিজিটাল দেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নত হবে। আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেই এবং নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করি।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য মোঃ শাহআলম সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সরকার, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন প্রধান, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, সাংগঠনিক সম্পাদক জামান সরকার, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল সরকার, মাহবুব আলম বাবু, ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ সহ দলীয় নেতৃবৃন্দ।

Loading

শেয়ার করুন: