নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জে এক রাতে ৫ টি গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রুপসা , গাব্দেরগাঁও গ্রামে বুধবার দিবাগত রাতে গরু চুরির এ ঘটনা ঘটে।
গাব্দেরগাঁও গ্রামের আবুল খায়েরের স্ত্রী কৃষাণী খতেজা বেগমের ২ টি গরু, পশ্চিম রুপসা এলাকার বেপারী বাড়ির শামসুল হকের ছেলে নুরুল হকের ২ টি গরু ও আব্দুল খালেকের মো. মিলনের ১টি গরু একই রাতে চুরি হয়ে যায়। সব গুলো চুরির ঘটনা আধা কিলো দূরত্বের মধ্য সংঘঠিত হয়েছে।
ক্ষতিগ্রস্থ কৃষাণী খতেজা বেগম বলেন, আমার স্বামী অসুস্থ্যবস্থায় বাসায় পড়ে আছে। গরুর দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতাম। কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আমি এখন নিঃস্ব হয়ে গেছি। আমার গরুগুলো সংসার চালানোর একমাত্র সম্ভল ছিল।
ক্ষতিগ্রস্থ কৃষক নুরুল হক বলেন, রাত ২টা পর্যন্ত আমার গরু গুলো গোয়ালে ছিল, ভোররাতে উঠে দেখি গরু গুলো নেই। সাথে সাথে জরুরী সেবা নং ৯৯৯ এ কলদিয়ে পুলিশ জানিয়েছি। এমন ঘটনা আমরা দশ বছরের দেখিনি।
ক্ষতিগ্রস্থ মিলন বলেন, প্রতিদিনের ন্যায় রাতে ঘুমাতে যাওয়ার আগে গরু গোয়াল ঘরে বেঁধে রেখে যাই। ভোরে ফযর নামাজের পর গরুকে খেতে দিতে গেলে তিনি দেখেন গোয়ালঘরে কোন গরু নেই। এর পরেই তার ডাক চিৎকারে এলাকার লোকজন তার বাড়িতে আসে এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোন খোঁজ পাননি।
স্থানীয় ফজলুল হক ব্যাপারী জানান, আমাদের এই এলাকায় অতীতে কখনো গরু চুরি হয়নি। হঠাৎ করে গরু চুরি হওয়াটা আমাদের গরুর লালন পালনকারীদের আতঙ্ক সৃষ্টি হয়েছে।
গরু চুরির ঘটনায় আতঙ্ককে দিন কাটাচ্ছে কৃষকরা। অনেকেই রাত জেঁগে গরু পাহাড়া দিচ্ছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. হাসান আলী বলেন, চুরির ঘটনা আমি নিজ উদ্যোগে থানা পুলিশকে জানিয়েছি। গরু চুরির ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান স্থানীয় এ জনপ্রতিনিধি।