কে এম নজরুল ইসলাম, ফরিদগঞ্জ :
ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাওনিয়া ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
পরে জরুরি সেবা (৯৯৯) কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। এ ঘটনায় রোববার (৩১ ডিসেম্বর) থানায় লিখিত অভিযোগ করেছেন ঘটনার শিকার মনির আহম্মদ ভূঁইয়া।
থানায় লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর কাছ থেকে জানা যায়, শনিবার রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ঘরের দরজার সামনে থেকে পুলিশ পরিচয় দিয়ে ঘরে থাকা লোকজনকে ডেকে তুলে ডাকাতদল। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গৃহস্তের লোকজন বসতঘরের দরজা খুলে দিলে ডাকাতদল অস্ত্র প্রদর্শন করে ঘরের ভেতরে থাকা লোকজনকে বেঁধে ফেলে। ডাকাতরা স্মার্টফোনসহ ৩টি মোবাইল, নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার লুট করে। ডাকাতরা চলে যাওয়ার পর প্রতিবেশিদের সহায়তায় উদ্ধার হয়ে ৯৯৯ এ কল দেয় পরিবারের লোকজন।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডাকাতির ঘটনার শিকার আহম্মদ ভূঁইয়ার ছেলে রাসেল আহমেদ জানান, রাতে আমার বাবা, আমার স্ত্রী, বোনসহ অন্যান্য সদস্যরা বাড়িতে ঘুমিয়ে ছিল। মাঝরাতে বাহির থেকে ডাক দিয়ে বলা হয় দরজা খোলেন। ভেতর থেকে পরিচয় জানতে চাইলে বলে আমরা থানা স্টাফ। আমার বাবা যেহেতু সাবেক সেনা কর্মকর্তা, তাই আইনের প্রতি শ্রদ্ধা থাকায় দরজা খুলে দেওয়া হয়। পরে ডাকাতরা আমাদের পরিবারের লোকজনকে বেঁধে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে যায়। আমার বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরেছি। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করব। লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।