ফরিদগঞ্জে মা ইলিশ সংরক্ষণে সভা

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ  প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলায় মা ইলিশ সংরক্ষণে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থপনা প্রকল্পের আওতায় মা ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়নে মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর বাজারে এই সভা আয়োজিত হয়।
উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও ইউপি সদস্য মাইনুদ্দিন পাটওয়ারীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেরা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, সহকারি মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, ইউপি চেয়ারম্যান শেখ শাহ আলম, শেখ হোসাইন আহম্মদ রাজন, ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক জামাল হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: লতিফ, গাজীপুর মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।

Loading

শেয়ার করুন: