বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার অর্থ সম্পাদক, চরকুমিরা খাতুনে জান্নাত মহিলা দাখিল মাদ্রাসা সুপার ও ফরিদগঞ্জ থানা জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওঃ হোসাইন আলী ফারুকী আর বেঁচে নেই। তিনি ১ জুলাই শনিবার বেলা ৩টা ১৫ মিনিটে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে (আইসিউতে) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি বাবা, স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে ফরিদগঞ্জ পৌর এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। তার পরিবারকে সমবেদনা জানাতে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযুদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মমিনুল ইসলাম খান উপস্থিত হয়ে সমবেদনা জানান।
মরহুমের নামাজের জানাজা রোববার সকাল ৯টা ৩০ মিনিটে ফরিদগঞ্জ মাজিদিয়া কামিল মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে। ফরিদগঞ্জ পৌরসভার চরহোগলা গ্রামে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে। মরহুমের জানাজায় সকল ধর্ম প্রাণ মুসলমান ভাইদের উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন ফরিদগঞ্জ জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ আহম সাইফুল্লাহ।