বাজুস চাঁদপুর জেলা শাখার অভিষেক

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নব-নির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান  গতকাল চাঁদপুর রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
দুপুর ১২ টায় অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৫ টায় শেষ হয়। সাধারণ সম্পাদক মানিক পোদ্দার এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোটাঃ মোঃ মোস্তফা ফুলমিয়া। নব-নির্বাচিত  কমিটিকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা বিনয় কৃষ্ণ পাল।
অভিষেক অনুষ্ঠানে সাবেক আহ্বায়ক  প্রয়াত বাবুলাল কর্মকারকে মরনোত্তর সম্মননা প্রদান করা হয়। শপথ বাক্য পাঠ শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাজুস কচুয়া উপজেলা শাখার সভাপতি কিরন স্বর্ণকার, শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি বিমল কর্মকার, মতলব দক্ষিন উপজেলা শাখার সভাপতি অজিত সরকার, হাইমচর উপজেলা শাখার সভাপতি রিপন স্বর্ণকার, চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক।
  আরও বক্তব্য রাখেন জেলা শাখার সহ সভাপতি মানিক মজুমদার, জয়রাম রায়, অজিত সরকার, সহ সাধারণ সম্পাদক নজির আহমেদ প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানের সর্বশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Loading

শেয়ার করুন: