বিএনপি সন্ত্রাস করলে ঢাকার শহর থেকে তাড়িয়ে দেয়া হবে : মায়া

 

আক্তার হোসেন ॥

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, ২৮ তারিখ বিএনপি যদি কোন আগুন সন্ত্রাস করে, রাস্তায় কোন গন্ডগোল করে, তাহলে ঢাকার শহর থেকে তাদেরকে তাড়িয়ে দেয়া হবে। আর শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করেন আপত্তি নাই, ধন্যবাদ দেয়া হবে। আর নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। এই নির্বাচন হবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন। জননেত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। পদত্যাগের কোন প্রশ্নেই উঠে না। নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করবেন সুষ্ঠু ও অবাধ।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নিউ হোস্টেল মাাঠে পৌর আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি আপনাদের কাছে এসেছি বঙ্গবন্ধু কন্যার পক্ষে কথা বলার জন্য। বিগত দিনে আমরা কি উন্নয়ন করেছি, সেগুলো স্মরণ করিয়ে দিতে। আপনার ভোট আপনি যাকে খুশি দিবেন। কিন্তু আপনাদের কাছে নৌকার ভোট প্রার্থনা করছি। নৌকায় ভোট দিয়ে আপনারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

মায়া চৌধুরী বলেন, চাঁদপুর-২ আসনে (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। আমি তখন বলেছি এই দুই উপজেলা নদীর কারণে বিভক্ত। আমি বিভক্ত রাখব না। আপনাদের দেয়া ওয়াদা রেখেছি মতলব সেতু হয়েছে। এখন ফেরি আর নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে হয় না। শুধু সেতই নয়, সড়ক, ব্রিজ ও কালভার্ট সব কিছুই করা হয়েছে। আপনারা যাতে কারো কাছে হাত পাততে না হয়, সেইভাবেই আমি এই আসনে কাজ করেছি। আমার প্রত্যাশা এই আসনটি এবারও আপনারা শেখ হাসিনাকে উপহার দিবেন।

মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, মায়া চৌধুরীর জ্যৈষ্ঠ পুত্র ও মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু।

এছাড়াও বক্তব্য রাখেন মতলব পৌরসভার প্রথম মেয়র নূরুল ইসলাম নূরু, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আছমা আক্তার আঁখি, জেলা পরিষদ সদস্য আল আমিন ফরাজী, সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম আলেক, পৌর যুবলীগের সভাপতি মোঃ সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা হাফেজ মোরশেদ আলম সিরাজী ও গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বিভূতিভূষণ সরকার। সমাবেশে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: