নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৬ষ্ঠ পর্যায়ের চাঁদপুর জেলা কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর ২০২৩ তারিখ “শিক্ষা ধর্ম নৈতিকতা মশিগশি প্রকল্পের সারকথা” প্রতিপাদ্যে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৬ষ্ঠ পর্যায়ের “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা” শীর্ষক চাঁদপুর জেলা কর্মশালা ২০২৩-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমা চাকমা,জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষসহ জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজন।
উক্ত কর্মশালা ভিত্তিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, মানবজীবনের উন্নয়ন ও মানবকল্যাণের সব বিষয়ের প্রধান নির্ণায়ক হলো নৈতিকতা। টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ অর্জনে ভবিষ্যৎ প্রজন্মেকে নৈতিকতার আদর্শে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে।