মতলবের সিনিয়র সাংবাদিক কাশেম পাটওয়ারী আর নাই

 

মতলব প্রতিনিধি ॥

মতলব দক্ষিণের সিনিয়র সাংবাদিক আবুল কাশেম পাটোয়ারী(৬৫) দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২৭ ডিসেম্বর সকালে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদে চাঁদপুর জেলা শহরসহ মতলব উত্তর -দক্ষিণ উপজেলায় সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং মতলব প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সহ সভাপতি গিয়াসউদ্দিন মিলন। আরও শোক প্রকাশ করেছেন মতলব উত্তর ও দক্ষিণ প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য : মরহুম আবুল কাশেম পাটোয়ারীর মরদেহ ঢাকার শাহজাহানপুর করবস্থানে দাফন করা হবে।

Loading

শেয়ার করুন: