মতলবে মাদকসহ আটক – ২

 

মতলব প্রতিনিধি :

চাঁদপুরের মতলব দক্ষিণের নায়েরগাঁও বাজার এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে মাদক সম্রাজী রাজিয়া সুলতানাকে ৮শ পিচ ও অপর মাদক ব্যবসায়ী আঃ খালেককে ২ হাজার পিচ ইয়াবাসহ আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মোঃ দিদারুল আলম ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৩ জুলাই সোমবার দুপুরে নায়েরগাঁও বাজার এলাকার পাটন মিজি বাড়ির রাজিয়া সুলতানার (৫৪) ঘর তল্লাশি করে ৮শ পিচ ইয়াবা উদ্ধার করা হয় ও অপর মাদক ব্যবসায়ী আবদুল খালেকের দেহ তল্লাশি
করে তার কাছ থেকে ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে।

তাদের মধ্যে রাজিয়া সুলতানার বাড়ি ওই ইউনিয়নের পাটন গ্রামে। তার স্বামী সফিকুল মিজি যুবলীগ নেতা ও নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য। আটক অপর মাদকব্যবসায়ী আবদুল খালেক(৪৫)
এর বাড়ি কুমিল্লার দাউদকান্দির সাধারদিয়া গ্রামে। সে ওই বাজারের টেনু সওদাগরের জামাতা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এদের আগামীকাল চাঁদপুর বিচারক হাকিমের আদালতে হাজির করা হবে।

Loading

শেয়ার করুন: