আক্তার হোসেন :
মতলব দক্ষিণের স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটির উদ্যোগে ৭ মাদ্রাসার শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
আজ ১৩ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১ টায় মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলী রেজা আশরাফী।
সংগঠনের উপদেষ্টা প্রভাষক মোঃ আশরাফুল জাহান শাওলিন এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোর ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম রিপন, মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মোঃ সালেহ আহমেদ, কিশোর ব্রাদার্স ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ জানিবুল আলম জনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ গোলাম কিবরিয়া সবুজ, সংগঠনের সভাপতি মোঃ সানজিদ মজুমদার। পবিত্র কুরআন তেলওয়াত করেন সংগঠনের সদস্য মোঃ সাফি।
এ সময় সংগঠনের সদস্য ফরহাদ, শাকিল, নিরব, মহিন, ইনতিয়াজ, ইমরান, লিখন, রিফাত, জুবায়ের, ফাহিমা-ফাহমিদা, মারুফ, ইয়াসিন, সিফাত, মনির প্রমুখ উপস্থিত ছিলেন ।
সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ বলেন, আমাদের সংগঠনটি প্রতিষ্ঠান লগ্ন থেকে ফ্রী ব্লাড ক্যাম্পেইন, মানবতার দেওয়াল স্থাপন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, দুরারোগ্য রোগীদের চিকিৎসা সহায়তা, করোনাকালীন সময়ে ও প্রাকৃতিক দুর্যোগকালীন খাদ্য সহায়তা, ময়লার জন্য ঝুড়ির ব্যবস্থাসহ নানাবিধ কাজে নিজেদের সংপৃক্ত রেখেছি। ভবিষ্যতে এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ চলমান রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।