নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রিসহ ভোক্তা সংরক্ষণ আইনে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রিসহ ভোক্তা সংরক্ষণ আইনে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এই বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।
এসময় তিনি বলেন, আজ ১১ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায়, অতিরিক্ত মূল্যে জুতা বিক্রির অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে মতলব দক্ষিণ থানার একটি চৌকস পুলিশ দল সহযোগিতা করে। ভোক্তার অধিকার রক্ষার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।