মতলব উত্তরে গাঁজাসহ আটক-২

মতলব উত্তর প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক ৪০০ (চারশত) গ্রাম গাঁজাসহ মোঃ সাগর (২৩) ও মোঃ মেহেদী হাসান (২৪) দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়।

বুধবার ( ১৭ মে) মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই (নিঃ) শ্রী সুজিত চন্দ্র দে, সঙ্গীয় এএসআই (নিঃ) শাহাদাত পাটোয়ারী, এএসআই (নিঃ) ওয়াসিম মিয়া ও ফোর্সের সহায়তায় অত্র থানা এলাকায় অভিযান পরিচালানা করে ধৃত আসামী মোঃ সাগর (২৩) পিতা- মোঃ আলী হোসেন, মাতা- আনোয়ারা বেগম, সাং- মৈশাদী (প্রধানিয়া বাড়ী), ০১নং ওয়ার্ড এবং মোঃ মেহেদী হাসান (২৪) পিতা- মৃত মোঃ কালা পাঠান, মাতা- ছফুরা বেগম, সাং- মালাইরকান্দি (পাঠান বাড়ী) ০৫নং ওয়ার্ড, উভয় গজরা ইউপি, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর এর কাছ থেকে ৪০০ (চারশত) গ্রাম গাঁজাসহ ১৭ মে রাত ২১.১৫ ঘটিকার সময় গ্রেফতার করেন।

ওসি মোঃ মহিউদ্দিন জানান, আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। যে কাউকে মাদকের সাথে সম্পৃক্ত পাওয়া যাবে তাকেই আইনের আওতায় আনা হবে।

Loading

শেয়ার করুন: