মাটিতে পুঁতে ফেলা হলো ৩৫০০ কেজি চিংড়ি

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুরে ৩ হাজার ৫শত কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ড । বুধবার (২৭ সেপ্টেম্বর ) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত সোয়া ১ টায় চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট মোঃ ফজলুল হকের নেতৃত্বে চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ হাজার ৫০০কেজি অবৈধ জেলি যুক্ত চিংড়ী জব্দ করা হয়। এ সময় জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।

Loading

শেয়ার করুন: