মাদক ব্যাবসায়িরা হয় ব্যাবসা ছাড়বে, না হয় শাহরাস্তি ছাড়বে :ওসি  আলমগীর 

 

মোঃ মহিউদ্দিন:
আমি মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, মাদকের বিষয়ে কোন ছাড় নয়, কোথায় এবং কারা এ ব্যবসার সাথে জড়িত আপনারা সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। মাদক ব্যাবসায়িরা হয় ব্যাবসা ছাড়বে না হয় শাহরাস্তি ছাড়বে। এছাড়া একটি নারী শিক্ষার্থী ও যেন ইভটিজিংয়ের শিকার না হয় সে ব্যাপারে আমি, আমার বাহিনী সোচ্চার থাকবে। সন্ধার পর কোন স্টুডেন্ট কে রাস্তার পাওয়া মাত্র আটক করে থানায় নিয়ে  আসা হবে। আমার দরজা সবার জন্য উন্মুক্ত, দালাল ধরে আমার কাছে আসার প্রয়োজন নেই। শাহরাস্তি একটি পবিত্র জায়গা, এখানকার বেশিরভাগ মানুষ শান্তি প্রিয়, আর একজন জীবন্ত কিংবদন্তি এ এলাকার মানুষের বিশ্বস্ত অবিভাবক। এলাকা এবং এমপি মহোদয়ের সুনাম অক্ষুন্ন রেখে আমার দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। আপনাদের সঠিক তথ্যগত সহযোগিতা আমার দায়িত্ব পালনের পথ আরো মশৃন হবে আমার বিশ্বাস। শাহরাস্তি প্রেসক্লাব ও গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত ওসির মত বিনিময় অনুষ্ঠানে  নবাগত ওসি মোহাম্মদ আলমগীর হোসেন উপরোক্ত বক্তব্য রাখেন।
সভার শুরুতে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল শাহরাস্তি প্রেসক্লাবের চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে অফিসার ইনচার্জের সার্বিক  সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, যুগ্ন সম্পাদক কামরুজ্জামান সেন্টু, সম্মানিত সদস্য ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, অর্থ সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মহিউদ্দিন, সাংবাদিক হাসানুজ্জামান, রফিকুল ইসলাম পাটোয়ারী, জসিম উদ্দিন, আমিনুল ইসলাম, রাফিউ হাসান হামজা, আবু মুসা আল শিহাব, আহসান হাবিব, ফয়সাল আহমেদ প্রমুখ।

Loading

শেয়ার করুন: