রাজরাজেশ্বরে  চেয়ারম্যান  হযরত আলী বেপারীর  পিতার মৃত্যতে দোয়া ও মিলাদ

স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলা রাজরাজেশ্বরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হযরত আলী বেপারীর  পিতা রাজরাজেশ্বরের সাবেক ইউপি সদস্য  বিশিষ্ট ব্যাবসায়ী মরহুম হাজী আবদুল কুদ্দুস বেপারীর মৃত্যু  পরবর্তী দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
১৬ জানুয়ারি মঙ্গলবার সকালে  রাজরাজেশ্বরের ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মরহুম হাজী আবদুল কুদ্দুস বেপারীর রুহের মাগফেরাত কামনা করে  দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শরীয়তপুর তারাবুনিয়া দরবারে শরীফের পীর মাওলানা আবু সালেহ।  মিলাদ পরিচালনা করেন বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদের মুফতি মাওলানা ফজলুল হক।
 উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলী এরশাদ মিজি, ফরিদগন্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক গোফরান হোসেন, ব্যাবসায়ী ও সংগঠক মোঃ আলমগীর আলম,  বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি আলম পলাশ, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, চাঁদপুর মৎস্য বনিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আঃ বারি জমাদার মানিক, সহ-সভাপতি বাদশা মাল, কোষাধ্যক্ষ মাইনুউদ্দীন বেপারী, পরিচালক ছিদ্দিক আলী প্রধানীয়া, খালেক বেপারী,  চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু, মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারী, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, তরপুরচন্ডীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন রাসেল গাজী, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব মোঃ আবুল কাসেম খান, পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর সফিকুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহবায়ক শিমুল হাসান শামনু, যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম মিয়াজী সহ চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন ও শরীয়তপুর তারাবুনিয়ার বিভিন্ন  জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যাবসায়ী এলাকার ধর্মপ্রাণ মুসলমান, মাদ্রাসা, স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

Loading

শেয়ার করুন: