শেখ হাসিনার নেতৃত্বে  জাতীয় নির্বাচন হবে : মায়া

 

নিজস্ব প্রতিনিধ:

আগুন সন্ত্রাস ও দেশি বিদেশি ষড়যন্ত্র করে বিএনপি জামাত যদি নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে রাজপথে তাদের মোকাবেলা করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী ২০২৪ সালের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইলেকশন পরিচালনা করবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি জামাত বলে তারা নাকি নির্বাচন করতে দিবে না। শেখ হাসিনার নেতৃত্বে ও নির্বাচন কমিশনের অধীনেই অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। যদি কেউ নির্বাচন বানচাল করতে চায় তাহলে রাজনৈতিকভাবেই মোকাবেলা করবো।
মায়া চৌধুরী বলেন, দেশের মানুষ পেট ভরে খেতে পারছে। বিদ্যুৎ, সড়ক, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠান, তথ্য প্রযুক্তি বিকাশে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। এসব সম্ভব হয়েছে কেবলমাত্র শেখ হাসিনার সরকারের কল্যাণে।

ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারির সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারন সম্পাদক জাকির খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহাম্মদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

আরো বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, গাজী ইলিয়াছুর রহমান, উপজেলা মহিলা আওয়মীলীগের সভাপতি পারভীন শরীফ, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গাজী মুক্তার হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রিপন,উপজেলা ছাত্রলীগ নেতা ছদরুল আমিন, জনি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহাম্মদ, শ্রমিকলীগ নেতা শামীম প্রধান।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়মী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মানিক, মহিলা আওয়ামী লীগের উপদেষ্ঠা পারভীন চৌধুরী রিনা, জেলা মহিলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সুর্বণা চৌধুরী বিনা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গজরা ইউপির সাবেক চেয়ারম্যান হানিফ দর্জি, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, একেএম শরিফউল্ল্যাহ সরকার, দেওয়ান আবুল খায়ের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, সাবেক ছাত্রলীগ নেতা রহমত উল্ল্যাহ সরকার লিখন, তামজিদ সরকার রিয়াদ প্রমুখ।

Loading

শেয়ার করুন: