নিজস্ব প্রতিবেদক ॥
নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গবাদি পশু বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে চাঁদপুর শহরের মিশন রোড়স্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এসব গবাদি পশু (ছাগল) বিতরণ করা হয়।
এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি হিসেবে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ এর আয়োজন করে সংগঠনের চাঁদপুর জেলা শাখা। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বক্তব্যে বলেন, প্রতিটি সড়কই নিরাপদ হওয়া উচিৎ। সড়ক দুর্ঘটনা এড়াতে সড়ক তৈরি করার শুরুতেই সড়কে থাকা বাক গুলোর প্রতি দৃষ্টি দিতে হবে। সড়কে অতিরিক্ত বাক থাকলে সেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বেশি। তাই সড়ক তৈরি করার পরেও এগুলোর সংস্কার করা আবশ্যক। তাহলেই সড়ক দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব।
এসপি বলেন, আঞ্চলিক মহাসড়কে ট্রাফিক সিগন্যাল থাকতে হবে। আমরা যারা সড়কে চলাচল করি, আরো সচেতন হতে হবে। যারা চালক আছে, তারা আরো সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলতে হবে।
বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী ও ড্যাফোডিল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ নূর খান।
সংগঠনের জেলা সভাপতি এম এ লতিফের সভাপতিত্বতে ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় আরো বক্তব্য দেন সহ-সভাপতি মোসাদ্দেক আল আকিব, সদস্য আবদুর রহমান গাজী ও সদস্য শওকত করিম।
আলোচনা শেষে নিসচা’র চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের মাঝে দুটি গবাদি পশু ছাগল বিতরণ করা হয়। এ সময় সংগঠনের জেলা শাখার সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।