সব্দার খান সপ্রাবির তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ

স্টাফ রিপোর্টার:
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মা সমাবেশের মাধ্যমে প্রকাশিত হলো সব্দার খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল । এ উপলক্ষে গতকাল রোববার সকালে স্কুল শ্রেণি কক্ষে এ বছরের এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণকারীদের হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেওয়া হয়।
এ সময় সব্দার খান সপ্রাবির প্রধান শিক্ষক মো.সোহাগ প্রধানিয়ার পরিচালনায় উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক ও অভিভাবক কমিটির সভাপতি মো.নুরুল আলম খান পলাশ। এ সময় স্কুলের অন্যান্য শিক্ষিকা,অভিভাবক বাবা মা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: