সব্দার খান সরকারি প্রা.বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর শহরের সব্দার খান সরকারি প্রা.বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুলের শ্রেণি কক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহাগ প্রধানিয়ার সঞ্চালনায় ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আজিজ শিশিরের সভাপতিত্বে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো.মজিবুর রহমান, স্কুলের শিক্ষক ও অভিভাবক কমিটির সভাপতি মো.নুরুল আলম খান পলাশ,স্কুল পরিচালনা কমিটির সদস্য ফারুক খান প্রমুখ।

এ সময় বিদায়ী ৫০জন শিক্ষার্থীকে স্কুলের পক্ষ থেকে শিক্ষা উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময়  উপস্থিত ছিলেন স্কুলের অন্যান্য শিক্ষক ও অভিভাবক এবং শিক্ষার্থীরা । সব শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সব্দার খান জামে মসজিদের পেশ ইমাম মো.তাজুল ইসলাম।

Loading

শেয়ার করুন: