নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুর সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত তাঁর কর্মদিবস শুরু করেছেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে। এর আগে তিনি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। ২২ আগস্ট মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় চাঁদপুর সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত বলেন, উপজেলা পরিষদে সরকারি প্রতিনিধি হিসেবে নির্বাহী কর্মকর্তার কাজের শতভাগ স্বচ্ছতা থাকবে। আমার কাজের সমালোচনা বেশি বেশি করবেন, ভালো কাজের আলোচনা দরকার নেই। যদি করতেই হয় আমি যখন এখান থেকে চলে যাবো তখন আমার বাবা-মার জন্য দোয়া করবেন। তাহলে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হবো।
তিনি বলেন, আজকের এই মতবিনিময় সভায় আমি আপনাদের কাছ থেকে যে বিষয়গুলো পেয়েছি, সেগুলো আমি নোট করে নিয়েছি। এগুলো আমি যতদিন এই স্টেশনে থাকবো আমার জন্য শে^তপত্র হিসেবে কাজ করবে।
তিনি বলেন, আজ থেকে ১শ’ বছর পর দেশে ভালো মানুষ হয়ত আসবে। কিন্তু বীর মুক্তিযোদ্ধারা আর আসবে না। আমি কোথাও কোনো মুক্তিযোদ্ধার মৃত্যুর সংবাদ পেলে আবেগআপ্লুত হয়ে যাই। আর আমার রুমে বীর মুক্তিযোদ্ধাদের জন্যে একটি বিশেষ চেয়ার থাকবে। আপনারা আমার কাছে আসলে সেই চেয়ারে বসবেন।
সাংবাদিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা সমাজের দর্পণ। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাকে অবশ্যই জানাবেন। সাথে সাথে আমার আওতাধীন যে কোনো বিষয় সমাধান করার চেষ্টা করবো। আপনারা যে কোনো সময় ফোন করবেন। আমার রুমের দরজা সবসময় জনসাধারণের জন্যে খোলা থাকবে।
চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সহকারী কমান্ডার মৃনাল কান্তি, বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সিরাজ বরকন্দাজ, বীর মুক্তিযোদ্ধা সাধন সরকার, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন সিরাজী, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুল হক, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর বার্তার প্রধান সম্পাদক শহীদ পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আরটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন, দৈনিক শপথ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ, চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এমএএ লতিফ, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী প্রমুখ।
মতবিনিময় সভার পূর্বে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।