নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর সদর উপজেলা ৫ নং রামপুর ইউনিয়নের আলগী বাংলা বাজার (পোলের গোড়া) বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খালেক তফদারের ছেলে ও খুশু তালুকদারের মেয়ের জামাতা সাজা প্রাপ্ত আসামী ইউনুস তালুকদার কে আটক করেছে পুলিশ।
জানা যায় চাঁদপুর সদর উপজেলা কুমারডুগি এলাকার পোল্ট্রি ফিড ব্যবসায়ী নাহিদ খানের সাথে দেড় বছর মুরগির বাচ্চা,খাবার ও ঔষধের ব্যবসা করেন।ব্যবসার এক পর্যায়ে ইউনুস ৮ লক্ষ ৭০ হাজার টাকা বাকি করে পেলেন। টাকা পরিশোধ না করে সে বিভিন্ন মানুষের সাথে ব্যবসা শুরু করেন।
এ বিসয়ে মামলার বাদি নাহিদ খান জানায়, আমরা যারা পোল্ট্রি ফিড ব্যবসা করি তারা সবাই রুট লেভেলের খামারিদেরকে খাদ্য, বাচ্চা’সহ যাবতীয় সকল কিছু বাকিতে দিতে হয়। মুরগি ম্যাচুরিট হলে সেগুলো আবার আমরা বাজার জাত করে আমাদের টাকা আদায় করে নেই, এরমধ্যে লাভ হলে খামারিরা আমাদের কাছ থেকে হিসাব করে টাকা নিয়ে যায়। কিন্তু ইউনূস আমার কাছ থেকে কয়েক বার মুরগীর বাচ্চা খাদ্য ঔষধ নেন কিন্তু মুরগী বড় হলে আমাকে না দিয়ে অন্যত্রে বিক্রি করে পুরো টাকা আত্মসাৎ করার চেষ্টা করেন।
পরবর্তীতে আমি জানতে পেরে এ বিষয়টি নিয়ে একাধিকবার তাদের এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে একাধিক বৈঠক হয়।
বৈঠকে আমার পাওনা টাকা দিয়ে দিবে বলে একাধিকবার সময় নেয় পরবর্তীতে ওই টাকার বিপরীতে একটি চেক প্রদান করেন এরপরও একাধিকবার সময় নিয়ে আমার টাকা দেয় নাই। অবশেষে আমি নিরুপায় হয়ে ২০২২ সালের ২৭ আগস্ট চাঁদপুর আদালতে ৮ লক্ষ ৭০ হাজার টাকা পাওনা দাবি করে চেক মামলা দায়ের করি।
ইউনুস এ মামলায় নিয়মিত হাজিরা ও বাদীর সাথে আপোষ না করায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও অনাদায়ে আরো তিন বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে রায় প্রদান করেন।