নিজস্ব প্রতিবেদক:
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েলকে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লিখিত তথ্য জানানো হয়।
গত ২৫ নভেম্বর স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান আন্দোলন কর্মসূচিতে অনুপস্থিত থাকায় তাকে উক্ত পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েলের সাথে কথা হলে তিনি বলেন, চলমান আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশের সাথে পিকেটিং করাকালে পায়ে ব্যথা নিয়ে যখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছি, ঠিক তখনই আমাকে এই পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হলো। যা সম্পূর্ণভাবে দলের গঠনতন্ত্র পরিপন্থি। কারণ অব্যাহতির পূর্বে আরো কিছু প্রক্রিয়া অবলম্বন না করে এটি ঘোষণা অগণতান্ত্রিক।