নিজস্ব প্রতিবেদক ॥
হাজীগঞ্জে নারী ও শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকালে তাদের লাশ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ। উদ্ধারকৃতরা হচ্ছে শিশু আরিয়ান(২) ও সাহিদা বেগম( ৩০)।শিশু আরিয়ান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় এবং সাহিদা বেগম পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
জানাযায়, আরিয়ান হাজিগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের জামাল উদ্দিন বেপারী বাড়ির মেহেদী হাসানের ছেলে। সে তাদের ঘরের বেড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
একই দিন হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের বাড্ডা মজুমদার বাড়ির সাহিদা বেগম পানিতে ডুবে মারা যায়।সে ওই গ্রামের ইমরানের স্ত্রী। সাহিদা বেগম সকালে পুকুরে হাত ধুতে গেলে সে পানিতে পড়ে যায়। তিনি মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছে সজনরা।
হাজীগঞ্জ থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে।