চাঁদপুরে পুলিশের গ্রেপ্তার অভিযানে রাজনৈতিক মামলায় আটক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন হাওলাদারসহ ২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত ।
শুক্রবার দুপুরে তাদেরকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন শুনানির জন্য হাজির করে পুলিশ।শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনকে শহরের কোড়ালিয়া রোডস্থ নিজ বাসা থেকে বৃহস্পতিবার বিকেলে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
অপর দিকে একই দিন রাতে বাগাদী ইউনিয়ন বিএনপি নেতা লিটন পাঠানকে নিজগাছতলা এলাকা থেকে আটক করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মোঃ মহসীন আলম জানান অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার দুটি মামলা হয়।
এই মামলায় এখন পর্যন্ত বিএনপির ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।