অসহায় রোগীদের কল্যাণে কাজ করা সত্যিই প্রশংসার দাবিদার : সাবেক যুগ্মসচিব আমিনুল ইসলাম

স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার বাগাদী নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসার শিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে চাঁদপুরজমিন টাওয়ারে চক্ষু চিকিৎসা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের কুনমিংয়ে বাংলাদেশের সাবেক কনসালজেনারেল, সাবেক মহাপরিচালক পররাষ্ট্র মন্ত্রণালয়, সাবেক কাউন্সিলর এবং দূতালয় প্রধান বাংলাদেশ দূতাবাস ভিয়েতনাম ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অবসরপ্রাপ্ত) এ এফ এম আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরজমিন হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান, জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর। হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষক প্রীতম পাটোয়ারীর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এসময় কুমিল্লা অন্ধকল্যাণ সমিতির সমন্বয়ক মোঃ দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অলিউল হক পলাশ , হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষিকা অনামিকা আক্তার, মিম আক্তার , মুক্তারানী, সুবর্ণা আক্তার, পারভিন আক্তার সহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন চাঁদপুর জমির হাসপাতালে ডায়াগনস্টিকের চেয়ারম্যান সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি এ এফ এম আমিনুল ইসলাম বলেন , রোকনুজ্জামান রোকন মানুষের কল্যানে যে কাজ করে যাচ্ছেন তা আমি দেখে মুগ্ধ। কারণ আমি সব সময় টিভিতে ও পত্রিকায় দেখি রোকনুজ্জামান রোকন সমাজ সেবায় কাজ করে যাচ্ছেন, আজ উক্ত হাসপাতালের উদ্যোগে এই মানবিক কাজ সত্যিই প্রশংসার দাবিদার। আমি নিজে উপস্থিত থেকে আজ শতশত রোগির উপস্থিতিতে দেখতে পেলাম চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন বিনা ফিতে এবং বিনা স্বার্থে অসহায় রোগীদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। আমি তার এই মানবিক কাজ গুলো আগে থেকেই জানি, আজ তা দেখে নিজের কাছে ভালো লাগলো। আমি তার ভালো কাজের সাথে সবসময় আছি এবং থাকবো। দোয়া করব সে যেন মানুষের কল্যাণে পাশে দাঁড়ায় এবং আমাদের যত সহযোগিতা প্রয়োজন হয় আমি তা করার চেষ্টা করব।

অনুষ্ঠানের বিশেষ অতিথি এড. সেলিম আকবার বলেন, রোকনুজ্জামান রোকন ছোট থেকেই অসহায় মানুষের পাশে রক্তের প্রয়োজন হলে রক্ত নিয়ে হাজির হয়ে যেতেন। রোকনকে সবাই রক্ত রোকন বলে প্রায় চল্লিশ বছর আগে মানুষ চিনতো। তিনি একজন নামকরা সৎ সাংবাদিক হিসেবে সকলের কাছে পরিচিত, অন্যায়ের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরার জন্য রোকন কে তখন মানুষ খুঁজতো। আজ অনেক সাংবাদিক আছে কিন্তু সত্য তুলে ধরার মতো সাংবাদিক এবং পত্রিকার সম্পাদক অনেক কম আছে। সৎ সাংবাদিকতা এবং পত্রিকার সম্পাদক হিসেবে রোকনুজ্জামান রোকনের সুনাম চাঁদপুরে রয়েছে এবং তিনি মানুষের কল্যাণে ছোট থেকেই কাজ করে থাকেন। আমি তাকে ছোট থেকেই চিনি এবং সমাজসেবায় ও সাংবাদিকতায় চাঁদপুরসহ বাংলাদেশে তার সুনাম রয়েছে। সে চাঁদপুরে দৈনিক চাঁদপুরজমিন পত্রিকাটি করে ২৬ বছর আগে থেকে সততা ও নিষ্ঠার সহিত সংবাদ প্রকাশ করে যাচ্ছেন। আমি তার অনেক সাক্ষী। আমি রোকনের সাফল্য কামনা করছি এবং তার যেকোনো প্রয়োজনে আমি আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

Loading

শেয়ার করুন: