অসহায় কৃষকের ধান কেটে দিলেন চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগ

মেঘনাবার্তা রিপোর্ট:

অসহায় কৃষকের ধান কেটে দিলেন চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ।ধান কাটা ওই গ্রুপের নেতৃত্ব দিয়েছেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সদস্য ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মামুন আল হাসান খাঁন।

তার দলে ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল গাজী, সহ-সম্পাদক ফিরোজ মিজি, সম্মানিত সদস্য মোঃ নাজমুল খান মুন্না, সম্মানিত সদস্য সফিক চৌধুরী, ১নং ওয়াড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সিয়াম পাটওয়ারী, ২নং ওয়াড ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির সর্দার, ৪নং ওয়াড ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম গাজী বাবু প্রমুখ।

ইউনিয়ন সভাপতি মামুন আল হাসান খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি। মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি এমপি নির্দেশও তাই।

চাঁদপুর জেলা ছাত্রলীগের নির্দেশা ও কর্মসুচি অনুযায়ী চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের নির্দেশনা ও কর্মসুচি অনুযায়ী ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে বিপদগ্রস্ত চাষীদের ধান কেটে দেওয়ার মাধ্যমে সাহায্য সহযোগিতা করাই আমাদের মূল উদ্দেশ্য।

আমরা তাদের নির্দেশ পালন করেছি। তাছাড়া ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগ জনস্বার্থে প্রধানমন্ত্রীর যেকোন নির্দেশ পালন করতে প্রস্তুত।

Loading

শেয়ার করুন: