অ্যাডঃ মহসীন খান জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত

 

 

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুরের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, জেলা জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মহসীন খান জাতীয় পাটি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদে মনোনীত হয়েছেন।

সাবেক মন্ত্রী ও জাতীয় পাটির চেয়ারম্যান শনিবার (২ ফেব্রুয়ারী ‘২৫ইং) স্বাক্ষরিত এক পত্রে জাতীয় পাটির গঠনতন্ত্র মোতাবেক চেয়ারম্যান কে দেয়া প্রদও ক্ষমতাবলে অ্যাডঃ মহসীন খান কে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মনোনীত করেন।

উল্লেখ্য অ্যাডঃ মহসীন খান ছাত্র জীবন থেকে অথ্যাৎ ১৯৯০ সাল থেকে পল্লীবন্ধু, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের আর্দশকে অনুসরণ করে জাতীয় পাটির রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। তিনি , ১৯৯২ সালে তৎকালীন সংগ্রামী ছাত্র সমাজ পুরান বাজার ডিগ্রি কলেজে শাাখার সহসম্পাদক, পরে চাঁদপুর সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর ২০০৪ সালে চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক , ২০১২ সালে সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বর্তমানে চাঁদপুর জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি দলের সমর্থিত ও মনোনীত প্রার্থী হিসেবে ২০১৪ এবং ২০১৯ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে অংশ নেন। তিনি চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের কৃতি সন্তান।

Loading

শেয়ার করুন: