আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো চাঁদপুর জেলা ইজতেমা

নিজস্ব নিজস্ব প্রতিবেদক:

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো চাঁদপুর জেলা ইজতেমা। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এই মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জমায়াতের জেলা আমির মাওলানা আব্দুর রশিদ।

মোনাজাতে উম্মতি মোহাম্মদের হেদায়েতসহ মহামারী করোনা থেকে রক্ষার জন্য পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ কামনা করা হয়। বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকারীর হেদায়েত ও সরকার প্রধানসহ প্রশাসনেসর সকলস্তরের মানুষের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। এর আগে হেদায়েতি বক্তব্য রাখেন মাওলানা তারিক।
আখেরি

হাইমচর ঈশানবালা চরের মেঘনার দুর্গম চরে তিনদিন ব্যাপী আঞ্চলিক ইজতেমার শেষ দিন আজ

সুরা সদস্য আরিফুল্লাহ বলেন, গত বৃহস্পতিবার ভোর ৬টায় আম বয়ানের মাধ্যমে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মেঘনা নদীর দুর্গম ঈশানবালা চরে তিনদিন ব্যাপী এই আঞ্চলিক ইজতেমা শুরু হয়।

এতে চাঁদপুর জেলা ৮ উপজেলার ৯০ ইউনিয়ন থেকে প্রায় ২০ হাজার মুসল্লি অংশ। তিন দিন ব্যাপী বয়ান করেন তাবলিগ জমায়াতের সাদ পহ্নি কাকরাইলে মুরব্বিগণ। এতে পুলিশ প্রশাসনের পক্ষ সার্বক্ষনিক নজরদারি রাখা হয়।

Loading

শেয়ার করুন: