কচুয়া প্রতিনিধি ॥
আজ ৬ ডিসেম্বর চাঁদপুরের কচুয়া উপজেলা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক প্রচেষ্টায় দখলদার পাক হানাদার বাহিনী কচুয়ার মাটি থেকে বিতাড়িত হয়,কচুয়া স্বাধীন হয় এবং লাল-সবুজের পতাকা উড়েছিল এই দিনে।
৫ ডিসেম্বর দিবাগত গভীর রাতে পাক সেনাদের একটি শক্তিশালী সু-সজ্জিত ব্যাটলিয়ান কচুয়া-কালিয়াপাড়া পাকা রাস্তা কচুয়ার অদূরে লুন্তি গ্রামে তাদের গাড়ীর বিশাল বহর রেখে কাক ডাকা ভোরে কচুয়া অভিমুখে মার্চ করে স্বল্প সময়ে কচুয়া বাজারে পৌছে বাজারটি লুটপাট করে এবং জালিয়ে পুড়িয়ে দেয়। পরবর্তীতে দীর্ঘ সংগ্রামের পর কচুয়া মুক্ত দিবসে ৬ ডিসেম্বর হানাদার মুক্ত কচুয়ার দায়িত্ব গ্রহণ করেন যুদ্ধকালীন (এফএফ) কমান্ডার আব্দুর রশিদ পাঠান।
এদিকে কচুয়া মুক্ত দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টায় কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপস্থিত থাকবেন বলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মবিন জানান।