আমাদের সহিষ্ণুতা দেখানোর মধ্যে দিয়ে  রাজনৈতিক সৌন্দয্য প্রদর্শন করতে হবে :সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ 

ফরিদগঞ্জ ব্যুরো:
ফরিদগঞ্জের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে তিনি ফরিদগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন স্থানে জনসাধারণ এবং নেতাকর্মীদের সাথে গণঅভ্যুথান পুর্বক খোঁজ খবর নেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, স্বৈরাচারের বিদায়ের পর বাংলার মানুষ আজ সর্ম্পূণ স্বাধীন। এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। তাই আমাদের নেতাকর্মীদের সর্তক থাকতে হবে। কোন ভাবেই অন্যমতের লোকজেনর উপর হামলা ও ভাংচুর করা যাবে না। আমাদের সহিষ্ণুতা দেখানোর মধ্যে দিয়ে রাজনৈতিক সৌন্দয্য প্রদর্শন করতে হবে।

Loading

শেয়ার করুন: