
নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরে আল আমিন মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী শহরের ট্রাক রোডস্থ মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারি রোববার সকাল ১০টায় পুরষ্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
এসময় তিনি বলেন, খেলাধূ্লা শিক্ষার একটি অংশ। খেলাধূলার মাধ্যেমে অনেক কিছুর বিকাশ ঘটে যেমন শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশ প্রেম সৃর্ষ্টি হয়। অবিবাভবকরা আপনার সন্তানকে লেখাপড়ার সাথে সাথে খেলাধূলার জন্য তাগিদ দিবেন। কারন খেলাধূলা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটায়।
তিনি আরও বলেন, বাসা বাড়িতে শিশুদের লেখাপড়ার পরিবেশ সৃর্ষ্টি করে দিতে হবে। এখন প্রযুত্তির যুগ তাই মা বাবাদের বাসায় টিভি দেখা ও মোবাইল দেখা কমাতে হবে, তাহলে আপনার সন্তান আপনাকে দেখে শিখবে। চাঁদপুরে এ প্রদিষ্ঠান থেকে যেন জাতির শ্রেষ্ঠ সন্তান তৈরি হয় সেদিকে আমাদের দৃর্ষ্টি রাখতে হবে।
আল আমিন মডেল মাদরাসার অধ্যক্ষ আ.ন.ম ফখরুল ইসলামের সভাপতিত্বে ও হিফজুল কুরেআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের সেক্রেটারী মোঃ নুরুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক মিলন, মাদরাসা পরিচালনা কমিটির মোঃ আব্দুছ শুক্কুর মস্তান, হিফজুল কুরেআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মোঃ আব্দুল্লাহ আল মামুন, আল আমিন মডেল মাদরাসা পরিচালনা কমিটির সম্মানিত সদন্য মোঃ মিজানুর রহমান মস্তান, সোধ ফরিদ আহমেদ মস্তান।
আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন। অন্যদিকে মাদরাসার পক্ষ থেকে আগত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।