নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসের উপ সহকারি প্রশাসনিক কর্মকর্তা সরদার রুহুল আমিনের অবসর জনিত কারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।
এ সময় তিনি বলেন, সরদার রুহুল আমিন দীর্ঘদিন যাবৎ জেলা প্রশাসনের বিভিন্ন শাখায় অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে গেছেন। ৫৯ বছর বয়সে সরকারি নিয়মানুসারে তিনি অবসরে যাচ্ছেন।
তিনি আরও বলেন, সরকারি চাকরিতে আমরা সবাই একটি টিমওয়ার্ক হিসাবে কাজ করি।সেবা দিতে গিয়ে কিছু ভূল ত্রুটি হয়। সরদার রুহুল আমিন সফলতার সাথে কাজ করায় আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আন্তরিকতার সাথে দ্বায়িত্ব পালন করায় তিনি হয়ে উঠেন সকলের প্রিয়পাত্র। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার কল্যাণ ও সুশাস্থ কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসের গোপনীয় সহকারী (সিএ) মো: মামুনুর রশিদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলের সার্টিফিকেট সহকারী জোহরা আক্তার, বিশ্বজিৎ দাস, জারীকার রাজু আহমেদ, মোঃ বাদল গাজী, নিরাপত্তা প্রহরী মোঃ মোরশেদ আলমসহ অনেকে।
সংবর্ধনা শেষে উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতে করে সরদার রুহুল আমিন কে তার বাসায় পৌঁছে দেয়া হয়।