নিজস্ব প্রতিবেদক:
জেলা প্রশাসক কার্যালয়, চাঁদপুর-এর অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ ও সার্কিট হাউজের শূন্যপদে আগামী ২২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চাঁদপুর কেন্দ্রে শূন্যপদে জনবল নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শূন্যপদ সমূহ হলো : উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের অফিস সহায়ক ০৬ (ছয়)টি, পরিচ্ছন্নতা কর্মী ৪ (চার)টি এবং সার্কিট হাউজের বেয়ারার ০৪ (চার)টি, সহকারী বাবুর্চি ০২ (দুই)টি, মালি ১ (এক)টি, পরিচ্ছন্নতা কর্মী ১ (এক)টিসহ মোট ১৮ (আঠারো)টি। এসব শূন্য পদে ২২ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উল্লেখিত তিনটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল একইদিনে জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর (িি.িঈযধহফঢ়ঁৎ.মড়া.নফ)-এর ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।